এস আলম গ্রুপের আরও ৪ কারখানা বন্ধ ঘোষণা
২৪ ডিসেম্বর ২০২৪ ১৮:১১ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ২১:০৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামভিত্তিক আলোচিত শিল্পগোষ্ঠী ‘এস আলম গ্রুপ’র আরও চার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব কারখানায় প্রায় আট থেকে ১০ হাজার শ্রমিক-কর্মচারি কর্মরত আছেন বলে গ্রুপের কর্মকর্তারা জানিয়েছেন। আকস্মিকভাবে কারখানা বন্ধের খবর পেয়ে শ্রমিক-কর্মচারিরা বিক্ষোভ করেন।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের স্বাক্ষরে প্রথমে দুটি প্রতিষ্ঠান বন্ধের নোটিশ দেওয়া হয়েছিল।
এগুলো হলো- চট্টগ্রাম নগরীসংলগ্ন কর্ণফুলী নদীর তীরে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকায় এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেড ও এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড।
বিকেলে একই কর্মকর্তার স্বাক্ষরে আরও চারটি কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড (এনওএফ), এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এসব কারখানার মধ্যে দুটি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কালারপুল, একটি ইছানগর এবং আরেকটি বাঁশখালী উপজেলায় অবস্থিত।
এ বিষয়ে এস আলম গ্রুপের কর্মকর্তাদের কেউ নাম প্রকাশ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসন বিভাগের এক কর্মকর্তা সারাবাংলাকে বলেন, ‘মোট ছয়টি কারখানা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব কারখানায় ১০ হাজারেরও বেশি শ্রমিক-কর্মচারি আছেন। কারখানাগুলোতে এমনিতেই উৎপাদন গত একমাসেরও বেশিসময় ধরে বন্ধ আছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর শ্রমিক-কর্মচারিরা একটু উত্তেজিত হয়েছিলেন। তবে তাদের বেতন-ভাতা বহাল থাকবে বলার পর শান্ত হয়েছেন।’
প্রত্যেক কারখানায় আলাদাভাবে দেওয়া এসব নোটিশে উল্লেখ করা হয়েছে, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্যকারণবশত আগামী ২৫ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। তবে নিরাপত্তা বিভাগ, ডেলিভারি সেকশন ও জরুরি বিভাগ (ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক) খোলা থাকবে।
আরও পড়ুন- এস আলম’র চিনিকল-বিদ্যুৎকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
নোটিশে কারখানা খোলার তারিখ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নোটিশের মাধ্যমে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।
ছাত্র-জনতার প্রবল আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ঘনিষ্ঠ শিল্পপতি হিসেবে খ্যাত এস আলম গ্রুপের মূল কর্ণধার সাইফুল আলম মাসুদ। ব্যাংক থেকে টাকা পাচারসহ নানা অনিয়ম-দুর্নীতির কারণে বিতর্কের মধ্যে আছে আলোচিত এই শিল্পগ্রুপটি।
সারাবাংলা/আরডি/ইআ