বগুড়া: বগুড়ার আলোচিত সাবেক শ্রমিক লীগ নেতা শীর্ষ সন্ত্রাসী তুফান সরকারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে শহরের চক সূত্রাপুর এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবির ইনচার্জ মোস্তাফিজ হাসান জানিয়েছেন, তুফান সরকারের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজী, বিস্ফোরণ ও অপহরণসহ ১৯টি মামলা রয়েছে।
জানা যায়, ২০১৭ সালে এক তরুণীকে নির্যাতন ও ধর্ষণ একইসঙ্গে তরুণী এবং তার মা’র চুল কেটে দিয়ে দেশব্যাপী আলোচনায় আসে তুফান। ওই সময় তুফান শহর শ্রমিক লীগের আহ্বায়ক ছিল। পরে দল থেকে তাকে বহিষ্কার করা হয়। এ ঘটনার পর তার অবৈধ অর্থ ও বিত্তের বিষয়টিও আলোচিত হলে দুদক তার অবৈধ সম্পদ অনুসন্ধান করে মামলা দায়ের করে। অবৈধ সম্পদ ও তথ্য গোপনের মামলায় তার ১৩ বছরের সাজা হয়।
তুফান সরকার বগুড়া শহর শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন। তিনি যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আবদুল মতিন সরকারের ছোট ভাই। শহরের চক সূত্রাপুর এলাকার মৃত মজিবর রহমান সরকারের ছেলে।