Tuesday 24 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ১৯:২৩ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৯:২৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক আহসান হাবিব আবু সায়েমের বাড়ির দেয়ালে লেখা

বগুড়া: জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক আহসান হাবিব আবু সায়েমের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’। হত্যার এমন হুমকিতে সায়েমের পরিবার আতঙ্কিত হয়ে পড়েছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ঘুম থেকে উঠেই তাদের বাড়ির দেয়ালে এমন লেখা দেখতে পান তারা।

আহসান হাবিবের বাড়ি বগুড়ার সদর উপজেলার নওদাপাড়ায়। তিনি জানান, মঙ্গলবার সকালে তার পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে বাড়ির দেয়ালে দেখতে পান ‘মুত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক’ লেখা।

বগুড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়ার সাবেক আহ্বায়ক সাকিব খান জানান, এ ঘটনায় তিনি মর্মাহত। ঘটনা জেনে সেখানে গিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, ‘২৪ এর বিপ্লবে দেশের জন্য যারা লড়াই করেছেন তাদের বাড়িতে এমন হত্যার হুমকি দুঃখজনক।’

এ ঘটনায় আহসান হাবিব সায়েম সাংবাদিকদের জানিয়েছেন, তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। নিরাপত্তার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ছাড়া আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানিয়েছেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে, জড়িতদের চিহ্নিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এইচআই

বগুড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বিজ্ঞাপন

বছরের প্রথমদিনেই 'কবিতায় প্রেম'
২৪ ডিসেম্বর ২০২৪ ১৮:৫১

আরো

সম্পর্কিত খবর