বিএনপির দুপক্ষের সংঘর্ষে আলম মিয়ার মৃত্যু, ২ ঘণ্টার অবরোধে ঢাকা-সিলেট মহাসড়ক
২৪ ডিসেম্বর ২০২৪ ১৯:৪০ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ২১:১৫
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পাঁচদোনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ চিকিৎসাধীন আলম মিয়ার (৫৫) মৃত্যু ঘটেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান তিনি।
জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৭ ডিসেম্বর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লাল মিয়া মেম্বার ও বিএনপি নেতা মোছাদ্দেকের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত আলম মিয়া গুলিবিদ্ধ হন এবং এ ঘটনায় আরও চারজন আহত হয়। গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
এদিকে হাসপাতালে আলম মিয়ার মৃত্যুর সংবাদে আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় দুই ঘন্টা অবরোধ করে রাখেন তার কর্মী ও সমর্থকরা। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় দুপক্ষ মহরা দেয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে পু্লিশে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জানতে চাইলে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত আলম মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়াকে কেন্দ্র করে মহাসড়কে প্রতিবন্ধকতা তৈরী করে তারা। বর্তমানে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সারাবাংলা/আরএস