Tuesday 24 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বন্দরের কনটেইনার ডিপো
বিদেশি অপারেটরের সঙ্গে গোপন চুক্তি বাতিল চেয়ে নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ২০:২১

আইনি নোটিশ

ঢাকা: চট্টগ্রাম বন্দরের কন্টেনার ডিপো পরিচালনায় বিদেশি অপারেটরের সঙ্গে সম্পাদিত পাবলিক টেন্ডারবিহীন গোপন চুক্তি বাতিল চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাংলামার্ক করপোরেশনের স্বত্ত্বাধিকারী মো. রফিকুল ইসলামের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. আনোয়ার হোসেন এই আইনি নোটিশ পাঠিয়েছেন।

চট্টগ্রাম বন্দরের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মিত কন্টেনার ডিপো পরিচালনায় বিদেশি কন্টেনার হ্যান্ডলিং অপারেটরের সঙ্গে বিগত সরকারের সম্পাদিত টেন্ডারবিহীন গোপন চুক্তি করা হয়। ওই চুক্তি বাতিল চেয়ে নৌ পরিবহণ মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কতৃপক্ষকে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আইনি নোটিশে বিগত দিনে চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত কন্টেনার ডিপোগুলোর পরিচালনারত দেশীয় সক্ষম ও দক্ষ কন্টেনার হ্যান্ডলিং অপারেটর্সদের বঞ্চিত করে পাবলিক টেন্ডার ছাড়া গোপনে সম্পাদিত চুক্তি অতি সত্তর বাতিল চাওয়া হয়।

এতে আরও বলা হয়, সরকার চাইলে বিদেশি বিনিয়োগকারী যেকোনো পক্ষকে নতুন বন্দর ও তৎসংশ্লিষ্ট সম্পূর্ণ নতুন স্থাপনা বিনির্মাণে বিদেশি বিনিয়োগকারীদের পাবলিক টেন্ডার এর মাধ্যমে বিনিয়োগের আহ্বান জানাতে পারেন।

সারাবাংলা/কেআইএফ/এইচআই

চট্টগ্রাম কন্টেনার ডিপো পরিচালনায় বিদেশি অপারেটরের সঙ্গে গোপন চুক্তি বাতিলে নোটিশ

বিজ্ঞাপন

ইউপি চেয়ারম্যান নাসির বরখাস্ত
২৪ ডিসেম্বর ২০২৪ ১৯:৫০

আরো

সম্পর্কিত খবর