Tuesday 24 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিন্টুকে ফিরে পেয়ে আমরা শক্তিশালী হলাম: নজরুল ইসলাম খান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ২০:১১ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ২৩:১৭

কারামুক্ত আব্দুস সালাম পিন্টুকে নিয়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দলের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুকে ফিরে পেয়ে আমরা শুধু আনন্দিত নই, অনেক বেশি শক্তিশালী হলাম। মওলানা ভাসানীর সঙ্গে কাজ করেছেন, এমন একজন নেতার উপস্থিতি বিএনপিকে আরও শক্তিশালী করবে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কারামুক্ত আব্দুস সালাম পিন্টুকে নিয়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নজরুল ইসলাম খান বলেন, ‘‘কী দুর্ভাগ্য, একজন আইনজ্ঞ, একজন জনপ্রতিনিধি, একজন মন্ত্রীর বিরুদ্ধে ‘জঙ্গি মামলা’ দেওয়া হয়েছে। একটি ফ্যাসিস্ট সরকার এমনটিই করে। কিন্তু ইতিহাস সাক্ষী, অবশেষে তারা পালিয়ে যায়, আর আবদুস সালাম পিন্টুর মতো মানুষেরা মুক্ত হয়।’’

তিনি বলেন, ‘‘এই মুক্ত বাংলাদেশে আবদুস সালাম পিন্টুদের মাধ্যমে আগামী দিনে আমরা সেই বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, যে বাংলাদেশের জন্য শহিদ জিয়া ৭ নভেম্বর দেশের দায়িত্ব নিয়েছিলেন, যে বাংলাদেশের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নয়নের রাজনীতি করেছেন।’’

এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘‘ভারত নিজেদেরকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ দাবি করে। আমরা আশা করব, একজন অপরাধীর পক্ষ নিয়ে ভারত এমন কিছু কাজ করবে না, যাতে তাদের গণতান্ত্রিক যে চরিত্র, গণতান্ত্রিক যে পরিচিতি- তা নষ্ট হয়।’’

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘‘মিথ্যাবাদী লুটেরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যারা সততার রাজনীতি করেছেন, যারা জনগণের পক্ষে থেকেছেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক আন্দোলন করেছেন, সেই সমস্ত রাজনীতিবিদের ধ্বংস করার জন্য সমস্ত আয়োজন করেছেন শেখ হাসিনা। তিনি কখনোই মুক্তিযুদ্ধের পক্ষে লোক ছিলেন না, তিনি কখনোই স্বাধীনতার চেতনার পক্ষে ছিলেন না।’’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘সেই ভয়ংকর ফ্যাসিস্ট খুনি, যিনি বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা, অলিগলি, মেঠো পথ রক্তাক্ত করেছেন শুধু মাত্র ক্ষমতায় থাকার জন্য, তার গুণ-কীর্তন যারা করেন, ধরে নিতে হবে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না।’’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষিবিদ শামিমুর রহমান শামীম প্রমুখ।

সারাবাংলা/এজেড/আরএস

নজরুল ইসলাম খান বিএনপি রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর