Tuesday 24 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যিশুর প্রদর্শিত পথ অনুসরণ করলে শান্তি ও সহাবস্থান নিশ্চিত হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ২০:৫১ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ২৩:১৭

ঢাকা: যিশু খিস্টের প্রদর্শিত পথ অনুসরণ করলেই হানাহানি-রক্তারক্তি-সহিংসতা এড়িয়ে শান্তি ও সহাবস্থান নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বড়দিন উপলক্ষে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘‘মহামানবগণ সর্বকালে মানুষকে গহীন অন্ধকারের পথ থেকে আলোর পথে ঠিকানা দিয়েছেন। স্রষ্টার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে ইহলৌকিক শান্তি ও পারলৌকিক মুক্তির জন্য সত্য ও ন্যায়ের পথে পরিচালিত হতে সবাইকে প্রেরণা যুগিয়েছেন। যিশু খ্রিস্টও একইভাবে তাঁর অনুসারীদের অসত্য ও অন্যায়ের পথ অবলম্বন না করে পরিশুদ্ধ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে উপদেশ দিয়েছেন। তাঁর প্রদর্শিত পথ অনুসরণ করলেই হানাহানি-রক্তারক্তি-সহিংসতা এড়িয়ে শান্তি ও সহাবস্থান নিশ্চিত হবে।’’

তিনি বলেন, ‘‘২৫ ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে মহিমান্বিত একটি দিন। বাংলাদেশেও দিনটি সমমর্যাদায় প্রতিবছর উদযাপিত হয়। খ্রিস্ট ধর্মে বিশ্বাসীদের মতে, মানুষকে সমস্ত রকম পাপ থেকে মুক্তি দিতে যিশুকে পৃথিবীতে পাঠিয়েছিলেন ঈশ্বর।’’

সারাবাংলা/এজেড/আরএস

বড়দিন মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর