মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় গ্রেফতার ৫
২৪ ডিসেম্বর ২০২৪ ২০:৫৮ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ২৩:১৭
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে লাঞ্ছিত করার ঘটনায় সোমবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। ছবি: সংগৃহীত
কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার পাঁচজনের মধ্যে চারজন কুমিল্লা ও একজন চাঁদপুরের বাসিন্দা।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আক্তারুজ্জামান জানান, সোমবার (২৩ ডিসেম্বর) রাতে চৌদ্দগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার পাঁচজন হলেন— চৌদ্দগ্রামের কুলিয়ারা গ্রামের আবদুল হক মজুমদারের ছেলে ইসমাইল হোসেন মজুমদার, সুলতান আহমেদ মজুমদারের ছেলে জামাল উদ্দিন মজুমদার ও এছহাক ভূঁইয়ার ছেলে ইলিয়াছ ভূঁইয়া; নাঙ্গলকোটের রায়কোট গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে আবুল কালাম আজাদ; এবং চাঁদপুর সদরের মাইশদী গ্রামের জাকির হোসেনের ছেলে আবদুল্লাহ সাজ্জাদ।
আরও পড়ুন- বীর মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিতের ঘটনায় প্রেসউইংয়ের নিন্দা
ওসি আক্তারুজ্জামান বলেন, এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কোনো মামলা করেননি। তবে ভিডিও দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাতেই অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে জুতার মালা পরিয়ে হেনস্তা করার সময়কার ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও রোববার (২২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আব্দুল হাই চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন ইউনিয়নের লুদিয়ারা গ্রামের বাসিন্দা। আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি।
ভিডিওটি ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা হয়। সোমবার এ ঘটনায় প্রধান উপদেষ্টার প্রেসউইং বিবৃতি দিয়ে তীব্র নিন্দা জানায়। ঘটনাটি তদন্ত করে ও দোষীদের আইনের আওতায় আনতে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে।
সারাবাংলা/টিআর
আব্দুল হাই কানু গলায় জুতার মালা মুক্তিযোদ্ধা আব্দুল হাই মুক্তিযোদ্ধাকে হেনস্তা