‘নির্বাচনের সুস্পষ্ট তারিখ জাতি জানতে চায়’
২৪ ডিসেম্বর ২০২৪ ২১:১৮ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ২১:২৫
বান্দরবান: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েব আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টা কর্তৃক ঘোষিত জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্ত তৈরি হয়েছে। যার ফলে নির্বাচন নিয়ে জাতির আশা আকাঙ্খার প্রতিফলন ঘটেনি। তার উচিত ছিল নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ ও দিন তারিখ ঘোষণা করা। কিন্তু তিনি তা-না করে অস্পষ্ট তারিখ বেঁধে দিয়েছেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে আবু সাঈদ মুক্ত মঞ্চে দলটির পৌর শাখার উদ্যোগে আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘শেখ হাসিনা কয় দিন আগেও দম্ভ করে বলেছিলেন, শেখ হাসিনা পালায় না। জুলাই বিপ্লবে গত ৫ আগস্ট এমন পালা পালাইছে, পারলে ঈদুঁরের গর্তে ঢুকে বাঁচার চেষ্টা করত। জুলম ও অত্যাচারের একটা শেষ আছে। মহান আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। শেষ পর্যন্ত ছাত্র বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে তার বাপ দাদার ভিটাতে আশ্রয় নিয়েছে।’
জামায়াতে ইসলামীর পৌর আমির মু. হারুন অর রশিদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমির এস এম আব্দুছ ছালাম আজাদ, নায়েবে আমির অ্যাডভোকেট মো. আবুল কালাম, সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম মোস্তফা তাজসহ স্থানীয় জামায়াত ও শিবির নেতারা।
সারাবাংলা/এইচআই