Tuesday 24 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিক্ষোভ ও কালো পতাকায় যশোরে রূপসী বাংলাকে ‘বরণ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ২২:১৬ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ২৩:০৮

রূপসী বাংলা এক্সপ্রেসে কালো পতাকা বেঁধে তাদের কর্মসূচি সমাপ্ত হয়

যশোর: মাত্র একটি ট্রেন দিয়ে যশোর ও খুলনাবাসীকে ‘সন্তুষ্ট করা’র চেষ্টার প্রতিবাদে ও ছয় দফা দাবি আদায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৃহত্তর যশোর জেলা রেলযোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল থেকে যশোর জংশনে সমাবেশ ও সন্ধ্যায় ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেসে কালো পতাকা বাঁধার মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ করা হয়।

পদ্মা সেতু লিংক প্রকল্পে ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-যশোর রুটে মঙ্গলবার রেল চলাচলের উদ্বোধন হয়। প্রথম দিন ভোরে খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস নামে একটি ট্রেন ঢাকায় পৌঁছায়। এরপর রূপসী বাংলা এক্সপ্রেস নামে সেটি ঢাকা থেকে ছেড়ে দুপুরে যশোর হয়ে বেনাপোলে পৌঁছায়। বিকেল ৪টা ৩৫ মিনিটে বেনাপোল থেকে ছেড়ে যশোর স্টেশনে পৌঁছায় ৫টা ৪০ মিনিটে। এরপর সেটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

সমাবেশে সংগ্রাম কমিটির নেতারা বলেন, পদ্মা সেতু লিংক প্রজেক্ট উদ্বোধনের ঘোষণায় যশোরবাসী আনন্দিত হতে পারছে না। মাত্র একটি ট্রেন এবং ঘোষিত সময়সূচি যশোরবাসীর মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি করেছে। এ জন্য প্রাথমিকভাবে উদ্বোধনী দিন বিক্ষোভ কর্মসূচি, কালো পতাকা প্রদর্শন ও ট্রেনে কালো পতাকা বেঁধে দেওয়া হয়েছে। অবিলম্বে ঢাকা-বেনাপোল রুটে দুটি ট্রেনসহ পূর্বঘোষিত ছয় দফা বাস্তবায়ন করতে হবে।

সংগ্রাম কমিটির ছয় দফায় দাবি হলো—

  • দ্রুত সময়ে যশোর-ঢাকা-পদ্মা সেতু লিংক প্রকল্পে বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে দুটি ট্রেন চালুসহ দর্শনা-যশোর-নড়াইল-ঢাকা রুটে দুটি ট্রেন চালু করতে হবে;
  • নিজ শহর থেকে প্রতিদিন ঢাকায় অফিস করার উপযোগী করে ট্রেনের সময়সূচি তৈরি করতে হবে;
  • আন্তঃনগর ট্রেনে সুলভ বগী যুক্ত করতে হবে;
  • ট্রেনের ভাড়া বাস ভাড়ার চেয়ে কম রাখতে হবে;
  • ট্রেনের টিকিটপ্রাপ্তি সহজ পদ্ধতি চালু করতে হবে; এবং
  • সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ ব্যবস্থা রাখতে হবে।

এ সময় নেতারা বলেন, এই দাবিগুলো পূরণ না হলে যশোরবাসী প্রয়োজনে রাজপথ ও রেলপথ অবরোধসহ আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

বিজ্ঞাপন

সমাবেশ চলাকালে বিকেল ৫টা ৪০ মিনিটে বেনাপোল থেকে ছেড়ে আসা রূপসী বাংলা এক্সপ্রেস যশোর জংশনে পৌঁছায়। এ সময় নেতারা ট্রেনের লোকোমাস্টারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই সঙ্গে তারা তাকে কালোপতাকা প্রদান করেন। এরপর ট্রেনে কালো পতাকা বেঁধে দেওয়া হয়। সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে ট্রেনটি যশোর জংশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

বৃহত্তর যশোর জেলা রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি’র আহ্বায়ক জাতীয় হকি দলের ম্যানেজার কাওসার আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ভিটু, অ্যাডভোকেট আমিনুর রহমান হিরুসহ অন্যরা।

সারাবাংলা/এইচআই

যশোর রূপসী বাংলা এক্সপ্রেস রূপসী বাংলাকে বরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর