Wednesday 25 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা আদায়

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ২২:৫৬ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ০৯:৪৫

তিতাস গ্যাস।

ঢাকা: রাজধানীর মিরপুর, টঙ্গী এবং আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তপক্ষ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পৃথক অভিযানে অবৈধ লাইন বিচ্ছিন্নের পাশাপাশি নগদ অর্থ জরিমানা করেছে তিতাস কর্তৃপক্ষ।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে মেঢাবিবি-৪ তিতাস গ্যাস টি অ্যান্ড ডি পিএলসি এর আওতাধীন মিরপুর জোনের কালশী, ইস্টার্ন হাউজিং এলাকায় অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

এ সময় ডেনিমিক্স ওয়াশিং, কালশী, সেকশন-১২ আলহামদুলিল্লাহ ওয়াশিং, ব্লক-কে, রোড-এন/২, ইর্স্টার্ন হাউজিং এবং নামবিহীন ওয়াশিং কারখানায় অভিযান পরিচালনা করে অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ২০৮ ফুট জি আই পাইপ, ১২০ ফুট হোস পাইপ, একটি রেগুলেটর ও একটি ভালভ জব্দ করা হয়। এ ছাড়া ডেনিমিক্স ওয়াশিং এর ম্যানেজার আবদুল্লাহ আল মামুনকে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ এর ১২ (১) ধারায় এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।

আরেক অভিযানে টঙ্গীর বড়দেওড়া এলাকায় আল্ট্রাভায়োলেট ওয়াশিং নামে একটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় প্রায় ১০০ ফুট লাইন উচ্ছেদ করে উৎস পয়েন্ট হতে প্রতিষ্ঠানটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটিকে মোবাইল কোর্ট পরিচালনা করে নগদ ৭০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানের অংশ হিসেবে জোবিঅ-আশুলিয়ার আওতাধীন বাগবাড়ি, কাশিমপুর, গাজীপুর এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদের জন্য অপর একটি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে চারটি অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা হয়েছে, যার দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার। এ সময় আরও ৫০০টি অবৈধ আবাসিক গ্যাস বার্নার বিচ্ছিন্ন করা হয় এবং প্রায় ৪০০ মিটার পাইপ অপসারণ করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, শ্রীপুর-কাশিমপুর ৮”x১৪০ পিএসআইজি বিতরণ লাইন থেকে নিম্নমানের পাইপ দ্বারা অবৈধ বিতরণ লাইনগুলো স্থাপন করা হয়েছিল।

অভিযানকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/এইচআই

তিতাস তিতাস গ্যাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর