Tuesday 24 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংস্কার কার্যক্রমগুলো দৃশ্যমান হলে পুঁজিবাজার ইতিবাচক ধারায় ফিরবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ২৩:১৩ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ২৩:১৬

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) একটি প্রতিনিধি দল অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন

ঢাকা: নতুন বছরে সংস্কার কার্যক্রমগুলো দৃশ্যমান হলে পুঁজিবাজারে ইতিবাচক ধারা ফিরে আসবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) একটি প্রতিনিধি দল অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে মন্ত্রণালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর চেয়ারম‍্যান মমিনুল ইসলাম এবং ডিবিএ’র প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে ডিএসই এবং ডিবিএ’র আট সদস‍্যের একটি প্রতিনিধিদল সৌজন‍্য সাক্ষাৎ করেছেন। এ সময় প্রতিনিধি দলে ছিলেন ডিএসই পরিচালনা পর্ষদের সদস্য মো. শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, মিনহাজ মান্নান ইমন, রিচার্ড ডি রোজারিও, ডিবিএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন এবং ভাইস প্রেসিডেন্ট ওমর হায়দার।

প্রতিনিধিদল সাক্ষাতে পুঁজিবাজারের সংস্কারে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং নীতিসহায়তার জন‍্য উপদেষ্টাকে ধন্যবাদ জানান। এ সময় প্রতিনিধিদল বাজার উন্নয়নে প্রধান অন্তরায়গুলো এবং সেগুলোর প্রতিকারে কিছু প্রস্তাবনা পেশ করেন। এ ছাড়া বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর জন্য ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সহায়তা, নেগেটিভ ইক্যুইটির সমাধান, সরকারি ও বহুজাতিক কোম্পানিগুলোর বাজারে তালিকাভুক্তি এবং করনীতিতে কিছু পরিবর্তনের ব্যাপারে সুপারিশ করা হয়।

উপদেষ্টা প্রস্তাবনাগুলো ইতিবাচক বিবেচনায় নেওয়ার ব্যাপারে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন এবং পুঁজিবাজারের উন্নয়নে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ সব অংশীজনের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার পরামর্শ দেন।

বিজ্ঞাপন

প্রতিনিধিদল উপদেষ্টাকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক গৃহীত বিভিন্ন সংস্কার উদ্যোগে ডিএসই এবং ডিবিএ’র পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

সারাবাংলা/জিএস/ এইচআই

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ঢাকা স্টক এক্সচেঞ্জ পুঁজিবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর