ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ’র এজিএম অনুষ্ঠিত
সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ২৩:৫৩
২৪ ডিসেম্বর ২০২৪ ২৩:৫৩
ঢাকা: ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে প্রতিষ্ঠানটির এজিএম অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানির শেয়াারহোল্ডার ও পরিচালনা পর্ষদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদ কর্তৃক সাধারণ শেয়ারহোল্ডাদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং পরিচালক ও স্পন্সর শেয়ারহোল্ডারদের জন্য সুপারিশকৃত ১৫ শতাংশ নগদ লভ্যাংশসহ সকল এজেন্ডা শেয়ার হোল্ডারদের ভোটে অনুমোদিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মো. মাজহারুল কাদের। তিনি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের ধারাবাহিক সফলতার জন্য শেয়ারহোল্ডার, কোম্পানির কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম