Tuesday 24 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ৩ জন টেঁটাবিদ্ধ, আহত আরও ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৪ ০০:২৩ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ০০:৪৯

প্রতীকী ছবি। সংগৃহীত

মুন্সীগঞ্জ: জেলার সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন টেঁটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় রামকৃষ্ণদী বাজারে তিনটি দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শামসুদ্দিন খান খোকন ও একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শাহ আলীর সঙ্গে পূর্ব বিরোধের জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শামসুদ্দিন খান খোকনের লোকজন শাহ আলী মেম্বার লোকজনের ওপর হামলা করে দোকান ভাঙচুর ও লুটপাট করেন।

টেঁটাবিদ্ধ তিনজন হলেন— মরিয়ম (৪৫), শিশু মোল্লা (৫০) ও সজীব (২৮)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকিরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সাবেক ইউপি সদস্য শাহ আলী বলেন, ‘আমি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সিরাজদিখান মারকাজ মসজিদে ছিলাম। মারামারির বিষয়টা আমি পরে জানতে পেরেছি।’

সাবেক ইউপি সদস্য শামসুদ্দিন খান খোকনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘শুনেছি খোকন মেম্বার শাহ আলী মেম্বারের লোকজনের ওপর হামলা করেছে। এ বিষয়ে এখনো কোনো মামলা বা অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এইচআই

টেঁটা

বিজ্ঞাপন

শুভ বড়দিন আজ
২৫ ডিসেম্বর ২০২৪ ০০:২৮

আরো

সম্পর্কিত খবর