Wednesday 25 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াশায় ঢাকা দেশের অধিকাংশ জনপদ, আরও কমবে দক্ষিণের তাপমাত্রা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৪ ০৯:৫১ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১০:১১

কুয়াশায় সূর্যের দেখা মিলেনি সকালেও। ছবি: সারাবাংলা

ঢাকা: শীতের তীব্রতা কমে গিয়ে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দেশের অধিকাংশ জনপদ। উত্তরাঞ্চলেও ঘন কুয়াশা আবার দক্ষিণের জেলাগুলোতেও বেলা পর্যন্ত ভোরের আলো দেখা যাচ্ছে না। আবহাওয়া অধিদফতর বলছে, উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেছে দেশের দক্ষিণাঞ্চলের তাপমাত্রা। তবে বৃষ্টির কোনো সম্ভবনা আপাতত নেই।

বুধবার (২৫ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে দেশের দক্ষিণাঞ্চলে সামান্য হ্রাস পেতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বিজ্ঞাপন

আর বৃহস্পতিবারের (২৬ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিনও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা বলছে এ সময়ের শেষের দিকে রাত এবং দিনের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর কোনো প্রভাব দেশের আবহাওয়ায় পড়বে না। তবে আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আরও কমতে পারে।

বিজ্ঞাপন

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের শ্রীমঙ্গলে সবচেয়ে কম তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

সারাবাংলা/জেআর/ এইচআই

আবহাওয়ার পূর্বাভাস কুয়াশা শীতের তীব্রতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর