Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐতিহাসিক বক্সিং ডে টেস্ট খেলতে পারবেন না রশিদ

স্পোর্টস ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৪ ১০:০৯

রশিদ খান

ইনজুরির কারণে অনেকটা সময় ধরেই মাঠের বাইরে আছেন তিনি। সুস্থ হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ফেরার কথা ছিল আফগান অধিনায়ক রশিদ খানের। তবে স্কোয়াডে থেকেও ঐতিহাসিক বক্সিং টেস্ট খেলা হচ্ছে না রশিদের। চোট না সারায় প্রথম টেস্টে খেলছেন না তিনি।

ঐতিহ্যবাহী টেস্ট খেলুড়ে দেশগুলো প্রতি বছর বড়দিনের পরের দিন খেলতে নামে ‘বক্সিং ডে’ টেস্ট ম্যাচ। এবার সেই সম্মানের অধিকারী হচ্ছে আফগানিস্তানও। জিম্বাবুয়ে সফরে বক্সিং ডে টেস্টের মাধ্যমেই টেস্ট সিরিজ শুরু করবে আফগানরা।

বিজ্ঞাপন

১৯৯৬ সালে ঘরের মাঠে সবশেষ বক্সিং ডে টেস্ট খেলতে নেমেছিল জিম্বাবুয়ে। হারারেতে ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচ বৃষ্টির কারণে হয়েছিল ড্র। এরপর ২০০০ ও ২০১৭ সালে বিদেশের মাটিতে বক্সিং ডে টেস্টে মাঠে নেমেছিল জিম্বাবুয়ে। অন্যদিকে আফগানরা আগে কখনোই বক্সিং ডে টেস্ট খেলেননি। এছাড়াও বছরের দ্বিতীয় দিনে নতুন বছরের টেস্টও আয়োজন করবে জিম্বাবুয়ে, যা তাদের ক্রিকেট ইতিহাসে প্রথম।

পিঠের ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ছিলেন না রশিদ। ডাক্তারের পরামর্শ অনুযায়ী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগেই সুস্থ হওয়ার কথা ছিল তার। সেজন্য ২ টেস্ট সিরিজের স্কোয়াডেও রাখা হয়েছিল রশিদকে। বুলাওয়োতে বক্সিং ডে টেস্টের একদিন আগেই দুঃসংবাদ শুনল আফগানরা।

জানা গেছে, বক্সিং ডে টেস্টের আগে রশিদকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না আফগানরা। পুরোপুরি সুস্থ না হওয়ায় একাদশে রাখা হবে না রশিদকে। সুস্থ হওয়ার পর দ্বিতীয় টেস্ট দিয়েই খেলায় ফিরবেন রশিদ।

আগামী ২ জানুয়ারি বুলাওয়োতেই হবে সিরিজের শেষ টেস্ট।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

আফগানিস্তান জিম্বাবুয়ে বক্সিং টেস্ট রশিদ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর