Wednesday 25 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোজাম্বিকে নির্বাচনোত্তর সহিংসতা, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৪ ১১:৩৪ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৩

মোজাম্বিকে নির্বাচনোত্তর সহিংসতা। ছবি: সংগৃহীত

মোজাম্বিকে গত ৯ অক্টোবর নির্বাচনে কারচুপির অভিযোগে দেশটিতে সহিংসতার ঘটনা ঘটে আসছিল। এবার দেশটির শীর্ষ আদালত নির্বাচনে ক্ষমতাসীন পার্টি ফ্রেলিমোর বিজয় ঘোষণা করলে সহিংসতা তীব্র হয়। নির্বাচন পরবর্তী এই সহিংসতায় ২১ জন নিহত হয়েছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) এবিসির নিউজের প্রতিবেদনে খবরটি নিশ্চিত করা হয়েছে।

মোজাম্বিকের স্বরাষ্ট্রমন্ত্রী পাসকোল রোন্ডা মঙ্গলবার রাতে মাপুতোতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, একদিন আগে আদালতের ঘোষণায় পর সহিংসতা ও লুটপাটের ঘটনা তীব্র হয়েছে। তিনি জানান, এর নেতৃত্বে ছিলেন হেরে যাওয়া প্রার্থী ভেনানসিও মন্ডলেনের সমর্থকরা।

আফ্রিকার দেশটিতে গত সোমবার থেকে মোট ২৩৬ দফা গুরুতর সহিংসতার খবর পাওয়া গেছে। এতে ১৩ জন পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

পাসকোল রোন্ডা সরকারি প্রচার মাধ্যম টিভিএমকে বলেছেন, এ পর্যন্ত ৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তাদের উপস্থিতি বাড়াবে বলেও উল্লেখ করেন তিনি।

বিরোধী দলগুলো এবং নির্বাচন পর্যবেক্ষকরা ভোটে কারচুপির অভিযোগ এনেছেন। তবে ফ্রেলিমো পার্টি সব ধরনের অভিযোগ অস্বীকার করেছে।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ স্টেশন, পেট্রোল স্টেশন, ব্যাঙ্ক এবং অন্যান্য স্থাপনায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিভিন্ন স্থানে টায়ারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং রাস্তা-ঘাট অবরোধ করা হয়েছে।

সারাবাংলা/এইচআই

মোজাম্বিক সহিংসতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর