হাইতিতে বন্দুক হামলায় ২ সাংবাদিক ও পুলিশ নিহত
২৫ ডিসেম্বর ২০২৪ ১২:১৬ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৩
হাইতির বৃহত্তম সরকারি হাসপাতাল পুনরায় চালু করার সংবাদ সম্মেলনে জড়ো হওয়া সাংবাদিকদের ওপর বন্দুক হামলা করা হয়েছে। এ ঘটনায় দুই সাংবাদিক ও একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া একজন পুলিশ কর্মকর্তাসহ মোট সাতজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নিরাপত্তা সঙ্কটে গত মার্চ থেকে হাসপাতালটি বন্ধ ছিল। সম্প্রতি বড়দিনকে সামনে রেখে এই হাসপাতালটি পুনরায় চালু করার ষোষণা দিয়েছিল কতৃপক্ষ। এদিন অনুষ্ঠানটিতে জড়ো হওয়া সাংবাদিকদের ওপর গুলি চালায় বন্দুকধারীরা।
ঘটনাটি নিশ্চিত করে হাইতির ট্রাঞ্জিশনাল প্রেসিডেনশিয়াল কাউন্সিলের প্রেসিডেন্ট লেসলি ভলতেয়ার বলেন, ‘এই ধরনের আক্রমণ কখনোই কাম্য নয়। এই ঘটনার বিচার নিশ্চিত করা হবে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় হাসপাতালের রক্তাক্ত মেঝেতে ভুক্তোভোগীদের মরদেহ পড়ে আছে।
জনসন আন্দ্রের নেতৃত্বাধীন সন্ত্রাসী সংগঠন ভিভ আনসান্ম এই হামলায় জড়িত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আক্রমণের কারণ সমন্ধে স্পষ্ট কিছু জানা না গেলেও অঞ্চলটিতে সন্ত্রাসীদের দৌরাত্মকেই দায়ী করছেন স্থানীয়রা। স্থানীয় সংবাদকর্মী জেফেত বাজিল হামলার বিষয়ে বলেন, ‘আমি এখনও আতঙ্কিত। আক্রমণকারীরা হাসপাতালে ঢুকে নির্বিচারে গুলি চালানো শুরু করলে কয়েকজন গুলিবদ্ধ হন।
জাতিসংঘের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছর সন্ত্রাসী সংগঠনগুলো ৫ হাজার ৩০০ জনের বেশি মানুষকে হত্যা করেছে।
সারাবাংলা/এইচআই