Wednesday 25 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল প্রেসক্লাবের সভাপতি খসরু, সম্পাদক জাকির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৪ ১৩:৩২

দ্বি-বার্ষিক নির্বাচনে আমিনুল ইসলাম খসরু এবং এস এম জাকির হোসেন বিজয়ী হয়েছেন।

বরিশাল: বরিশাল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে আমিনুল ইসলাম খসরু এবং এস এম জাকির হোসেন বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে রাত ৮টায় শেষ হয়। পরে রাত ৯টা থেকে ভোট গণনা শুরু হয়ে শেষ হয় রাত সাড়ে ১০টায়।

ভোট গণনা শেষে সভাপতি পদে আমিরুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক পদে এস এম জাকির হোসেনকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। এছাড়া সহ-সভাপতি পদে জাকির হোসেন ও মো. হুমায়ুন কবির নির্বাচিত হয়েছেন।

অপরদিকে সহ-সাধারণ সম্পাদক পদে এম মোফাজ্জেল, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক মো. আরিফিন তুষার, ক্রীড়া সম্পাদক পদে মো. রুবেল খান নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে সাতজনের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে এম জহির ১নং সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাচিত বাকি ছয়জন হলেন, কমল সেনগুপ্ত, মো. আব্দুর রাজ্জাক ভূইয়া, পুলক চ্যাটার্জি, সুমন চৌধুরি, মঈনুল ইসলাম সবুজ ও শাহিন হাসান।

এবারের নির্বাচনে ১৭টি পদের বিপরীতে দুটি প্যানেলে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। যার মধ্যে প্রতিদ্বন্দ্বী না থাকায় কোষাধ্যক্ষ পদে সুখেন্দু এদবর, পাঠাগার সম্পাদক পদে কে এম নয়ন এবং দফতর সম্পাদক পদে নাছির উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান মিরণ। এছাড়াও দেবাশীষ চক্রবর্তী ও নাসিমুল হক নির্বাচন কমিশনার ছিলেন।

সারাবাংলা/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর