Wednesday 25 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড়দিনেও ইউক্রেনে রাশিয়ার হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৪ ১৪:০৫ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৫:২৭

বড়দিনেও ইউক্রেনে বড় হামলা চালাল রাশিয়া, নিহত ১

ক্রিসমাসের দিনে ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত একজন নিহত হয়েছেন। এছাড়া জ্বালানি অবকাঠামোরও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পর উদ্ধার ও তল্লাশি অভিযান চালিয়ে ৪৩ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৭ জন।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ইউক্রেনে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। দেশটির বিমান বাহিনী জানিয়েছে, কৃষ্ণসাগর থেকে ক্যালিবর ক্রজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে রাশিয়া।

বিজ্ঞাপন

প্রায় তিন বছরের যুদ্ধে চলতি শীতে সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হচ্ছে ইউক্রেন। কারণ মস্কো বোমাবর্ষণ ব্যাপক হারে বাড়িয়েছে এবং তাদের সৈন্যরা পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।

বুধবার সকালে খেরসন অঞ্চলের গভর্নর জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় সেখানে একজন নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন।

এদিকে, দেশটির দিনিপ্রোপ্রেট্রোভস্ক অঞ্চলের তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি পৌঁছেছে। ওই অঞ্চলের গভর্নর লিসাক বলেন, রাশিয়া পাওয়ার গ্রিডের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।

এক টেলিগ্রাম পোস্টে তিনি জানান, শত্রুরা এই অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। বিমান হামলার সাইরেন না থামা পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সারাবাংলা/এসডব্লিউ

ইউক্রেন ক্রিসমাস ডে রাশিয়া হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর