Wednesday 25 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৪ ১৪:১৫ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৬:০৬

কাজাখস্তানে যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়েছে। ছবি: সংগৃহীত

কাজাখস্তানের আকতাউ শহরের কাছে একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়েছে। আজারবাইজান এয়ারলাইন্স নামের প্লেনটিতে ১০৫ জন যাত্রী ও ৫ জন কেবিন ক্রু মেম্বার ছিলেন বলে জানা গেছে।

বুধবার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, প্লেনটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিলো। তবে ঘন কুয়াশার কারণে এটি বিকল্প রুটে চলছিল। সে সময় দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি।

কাজাখস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী কিছু আরোহী জীবিত রয়েছেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী কাজ করছে। তারা কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করেছেন। হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি।

সারাবাংলা/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর