Wednesday 25 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল ২০২৫
রাজশাহীর কোচ হয়ে আসছেন সাবেক পাকিস্তানি তারকা

স্পোর্টস ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৪

দুরন্ত রাজশাহীর কোচ ইজাজ আহমেদ

একের পর এক চমক দিয়েই যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবাগত দল দুরন্ত রাজশাহী। মোহাম্মদ হারিস আর রায়ান বার্লকে একদিন আগেই সরাসরি চুক্তিতে দলে টেনেছে তারা। এবার কোচ হিসেবে আনছে পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইজাজ আহমেদকে। 

সাবেক এই পাকিস্তানি তারকাকে কোচ হিসেবে দলে ভেড়ানোর খবর মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়েছে দুরন্ত রাজশাহী। 

২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর কোচিংয়ে যোগ দেন ইজাজ। ব্যাট-প্যাড তুলে রাখার আগে ৬০ টেস্ট ও ২৫০টি ওয়ানডে খেলেন সাবেক এই ডানহাতি ব্যাটার। সব মিলিয়ে ৩১০টি আন্তর্জাতিক ম্যাচে প্রায় দশ হাজার রান (৯৯৬৯) রান করেছেন তিনি। 

প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন পাকিস্তান অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সেও সামলেছেন একই দায়িত্ব। গত নভেম্বরে জিম্বাবুয়েতে গিয়েছিলেন পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে। পরবর্তীতে পালন করেন সহকারী কোচের দায়িত্বও।

সারাবাংলা/জেটি

দুরন্ত রাজশাহী বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

বেথেলহেমে বিবর্ণ বড়দিন
২৫ ডিসেম্বর ২০২৪ ১৪:১৯

আরো

সম্পর্কিত খবর