Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত-অস্ট্রেলিয়ার লড়াইয়ে থাকছে বাংলাদেশও!

স্পোর্টস ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৪ ১৫:১৭ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৫:১৮

বোর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচের একটি মুহূর্ত

রীতি মেনে আগামীকাল অর্থাৎ বড়দিনের পরদিন ঐতিহ্যবাহী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। যেখানে বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে ভারতের বিপক্ষে লড়বে অস্ট্রেলিয়া। দুই দলের গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে থাকছে বাংলাদেশও! পাঠক খানিকটা নড়েচড়েই বসলেন বোধহয়, না কি?

মাঠের ক্রিকেটে তো আর থাকা সম্ভব নয়, তবে বাংলাদেশ থাকছে অন্যভাবে। মেলবোর্নে অনুষ্ঠেয় এই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তবে আগামী ০৪ জানুয়ারি শুরু হতে যাওয়া সিডনি টেস্টে থাকবেন অনফিল্ড আম্পায়ার হিসেবে। 

বিজ্ঞাপন

বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ দুই ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত

আইসিসির এলিট প্যানেল ভুক্ত প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ইতোমধ্যে বেশ নাম,কুড়িয়েছেন সৈকত। ডারবানে দক্ষিণ আফ্রিকা-শ্রীলংকা টেস্টে তার দেয়া সিদ্ধান্তের বিপক্ষে ৮ বার রিভিউ নিয়েও সফল হয়নি দুই দলের কেউই। সিরিজের দ্বিতীয় টেস্টে ছিলেন টিভি আম্পায়ার।  

চলতি বছরের অক্টোবরে ইংল্যান্ডের পাকিস্তান সফরের টেস্ট সিরিজের তিন ম্যাচের দুটিতে ছিলেন অনফিল্ড আম্পায়ার, একটিতে ছিলেন টিভি আম্পায়ার। আইসিসির এলিট প্যানেলের নিরপেক্ষ আম্পায়ার হিসেবে দেশের বাইরে দায়িত্ব পালন শুরু করেন অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দিয়ে। এর আগে গত বছর ওয়ানডে বিশ্বকাপেও প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন তিনি। 

সারাবাংলা/জেটি

বোর্ডার-গাভাস্কার ট্রফি শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত

বিজ্ঞাপন

জুনে বসছে বিপিও সামিট
২৩ মে ২০২৫ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর