Wednesday 25 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পতেঙ্গাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র করতে চান চসিক মেয়র

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৪ ১৬:০২ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৭:৪০

১০টি স্পটে বর্জ্যের বিন স্থাপন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সী-বীচকে আন্তর্জাতিক মানের ট্যুরিস্ট স্পটে রূপান্তর করতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর পতেঙ্গা সী-বীচ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এ সময় পতেঙ্গায় ট্যুরিস্টদের বিনোদন সুবিধা বাড়াতে চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন মেয়র।

মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘পতেঙ্গা সী-বিচকে বীচকে পরিস্কার রাখতে ১০টি স্পটে বর্জ্যের বিন স্থাপন করা হয়েছে। পুরো বীচ এলাকাকে পরিচ্ছন্ন রাখতে ধারাবাহিকভাবে বিন স্থাপন করা হবে। এ ছাড়া নারী ট্যুরিস্টদের সুবিধার কথা চিন্তা করে তাদের জন্য পৃথক টয়লেট নির্মাণ করা হবে। ট্যুরিস্টদের নিরাপত্তা বৃদ্ধিতে বীচ আলোকায়ন করবে চট্টগ্রাম সিটি করপোরেশন।’

সী-বীচ পরিদর্শনশেষে ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের বিমানবন্দর সড়কের পাশে ১৫ নম্বর এলাকায় বিএনআরআরবির সামনে ফুটওভার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেয়র।

ফুটওভার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মেয়র

জানা যায়, দেড় কোটি টাকা ব্যয়ে স্টিলের ফুটওভার ব্রিজটির দৈর্ঘ্য হবে ২০-২১ মিটার। ফুটওভার ব্রিজটিতে ওঠানামার জন্য চারটি সিঁড়ি থাকবে।

ভিত্তিপ্রস্তর স্থাপনশেষে মেয়র ডা. শাহাদাত বলেন, ‘এ সড়কে ট্রাক-লরিসহ বিভিন্ন ভারী গাড়ি ও দ্রুত যানবাহনগুলো চলাচল করে। সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমিয়ে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়তে এ ফুটওভার ব্রীজ নির্মাণ করা হচ্ছে।’

চসিকের সাবেক কাউন্সিলর নুরুল আবছার, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহি, মো. আলী, প্রকল্প পরিচালক আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা ও মেয়রের একান্ত সহকারী মারুফুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এইচআই

চসিক মেয়র চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পতেঙ্গা সী-বীচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর