Wednesday 28 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্ণফুলীতে নিখোঁজ দুই তরুণের সন্ধান মেলেনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৬ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৮:০১

রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে ডুবে নিখোঁজ হওয়া দুই তরুণ প্রিয়ন্ত দাশ (১৬) ও শাওন দত্তের (১৭) সন্ধান পাওয়া যায়নি।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টা অব্যাহত থাকতে দেখা যায়। এসময় নিখোঁজ দুই তরুণের স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতারঘাট এলাকায় নদীতে ডুবে নিখোঁজ হন তারা। দুই তরুণ সম্পর্কে মাসতুতো ভাই।

বিজ্ঞাপন

নিখোঁজ শাওন চট্টগ্রামের রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। সে চট্টগ্রামের সদরঘাট নালাপাড়া জিদান দত্তের ছেলে। নিখোঁজ প্রিয়ন্ত দাশ- শাওন দত্তের মাসতুতো ভাই বলে জানা গেছে।

প্রিয়ন্ত দাশের চাচা তাপস দাশ বলেন, ‘চট্টগ্রামের ভাটিয়ারি যাওয়ার কথা বলে তারা ঘর থেকে বের হয়।  কাপ্তাই আসবে সেটা আমাদের জানায়নি। তারা বন্ধুরা চট্টগ্রামের পাথরঘাটা থেকে একসঙ্গে হয়ে কাপ্তাই চলে আসে। আমরা তাদের নিখোঁজের বিষয়টা সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারি।

এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কাপ্তাই স্টেশনের কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার নিখোঁজের পর থেকে আমরা নিখোঁজদের সন্ধান করে যাচ্ছি। না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম থেকে ৯ জনের একটি দল বোটে করে নদীপথে কাপ্তাই ঘুরতে আসে। সীতার ঘাট এলাকায় তিন বন্ধু নদীতে গোসল করতে নেমে একজন নদীর পাড়ে উঠতে পারলেও প্রিয়ন্ত দে ও শাওন দত্ত পানিতে তলিয়ে যায়।

সারাবাংলা/এসআর

কর্ণফুলীতে নিখোঁজ দুই তরুণের সন্ধান মেলেনি রাঙ্গামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর