তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণ
২৫ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৩
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কলেজের আবাসিক শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
ছাত্রদলের সরকারি তিতুমীর কলেজ শাখার আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদবঞ্চিতরা বিক্ষোভ করে আসছিলেন। গতকাল রাতে কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভ করেছেন পদবঞ্চিতরা। আজ দুপুরেও বিক্ষোভ করে তারা। এ সময় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করতে দেখা যায় বিক্ষোভকারীদের। সেই সময়েই কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে কলেজের মূল ফটকের সামনে।
বিক্ষোভকারীরা ‘অবৈধ কমিটি মানি না, মানব না, পকেট কমিটি মানি না, মানব না’ স্লোগান দিতে থাকেন। এ সময় ছাত্রদলের তিতুমীর কলেজ শাখার সদ্য সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ আল ওয়াসি বলেন, ‘গতকাল একটি অবৈধ কমিটি গঠিত হয়েছে। যেখানে গুম, খুন, হামলা ও মামলার শিকার নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। তিতুমীর কলেজ শাখা ছাত্রদল এই কমিটিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে এবং প্রতিহত করতে সর্বদা প্রস্তুত রয়েছে। ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করে কমিটি বর্ধিত না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
উল্লেখ্য, গতকাল রাতে রাজধানী ঢাকার ১১টি ইউনিটে আংশিক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী ৪৫ দিনের মধ্যে আংশিক কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটি অনুমোদন করেন।
১১টি ইউনিট হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর পূর্ব এবং ঢাকা মহানগর পশ্চিম শাখা।
সারাবাংলা/এসএইচএস