বড়দিনে ছোটদের কার্নিভাল
২৫ ডিসেম্বর ২০২৪ ১৮:০৭ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৪
‘নয় বড় বড়দিন সময়ের মাপে যে
বড় আজ শুধু সে উৎসব মেজাজে
দিন আজ বড় হয় খ্রিষ্টের জনমে
মহিমার গিরিবাজে বড় হোক মরমে।’
আজ বড়দিন, খ্রিষ্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্টের জন্মদিন। এই দিনে বেথেলহেম নগরে যিশু খ্রিষ্ট মাতা মেরির কোল আলো করে পৃথিবীতে আসেন। খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করে যে, যিশু খ্রিষ্ট মানুষের রূপ ধরে পৃথিবীতে এসেছিলেন সব পাপ থেকে মুক্তি দিতে, আর মানবিক বন্ধনকে সুদৃঢ় করতে। এ জন্য তার জন্মদিনটি শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয়।
বড়দিনের এই উৎসবে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজন করা হয় ‘ক্রিসমাস কিডস্ কার্নিভ্যাল’। এই উৎসবে অংশ নেয় শতাধিক শিশু। কার্নিভালে ছিল শিশুদের এয়ার জাম্পিং, বাস্কেটবল, দোলনা, গাড়ি, ঘোড়া, হাতি, ট্রেন, পুতুল নাচ, ভিডিও গেমস ইত্যাদি। এছাড়াও খোলা আকাশের নিচে ছিল বানর খেলা ও নাগরদোলা। পাশাপাশি বড়দিনে আসা শিশুদের বিভিন্ন চমকপ্রদ উপহার দিয়েছেন সান্টা ক্লজ। পুরো হোটেল জুড়ে ছিল উৎসবের আমেজ। হোটেল লবি ও ক্যাফে বাজার রেস্তোরাঁয় ছিল ক্রিসমাস ট্রি এবং বিশেষ গুডিজ হাউজ। বিশেষ এই দিনে শিশুদের প্রাণোচ্ছ্বল আনন্দ উদযাপনের ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
সারাবাংলা/পিটিএম