Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ৬৭ জন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৪ ১৯:৫০ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ০০:০০

ঢাকা: মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে দেশে ১২৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে দেশে চলতি বছরের ২৫ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫৫৮ জন। এর মাঝে ৯৯ হাজার ৫৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যান নি। চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৬৫ জন।

বুধবার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার এন্ড কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে পুরুষ ৪৩ জন ও নারী ২৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৫ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তদের মাঝে ৬৩.১ শতাংশ পুরুষ এবং ৩৬.৯ শতাংশ নারী রয়েছেন। চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৬৫ জন। এর মাঝে ৫১.৭ শতাংশ নারী ও ৪৮.৩ শতাংশ পুরুষ।

প্রতিষ্ঠানটি জানায়, বিগত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৪ জন নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় বিগত ২৪ ঘণ্টায় ১১ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।

বিগত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে পাঁচ জন, চট্টগ্রাম বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে চার জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে দুই জন ও সিলেট বিভাগে একজন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, রংপুর বিভাগ ও সিলেট বিভাগে বিগত ২৪ ঘণ্টায় কোনো রোগী হাসপাতালে ভর্তি হননি।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৯৩৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/এসবি/এসডব্লিউ

ডেঙ্গু স্বাস্থ্য

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর