চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে থেকে ১ কেজি ৬৩০ গ্রাম ওজনের ১৪টি অবৈধ সোনার বার জব্দ করা হয়। এ সময় চোরাকারবারির সঙ্গে জড়িত থাকায় দুই ভাইসহ তিনজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সোনার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান সোনা জব্দ ও তিনজনকে আটক করার বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যম্যে নিশ্চিত করেছেন।
আটকরা হলেন চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার শ্যামপুরের মমিন মিয়ার ছেলে জাকিরুল ইসলাম (২৮) ও রাজিবুল ইসলাম (২৫) এবং একই এলাকার মুজিবুর রহমানের ছেলে সোলায়মান হোসেন (২২)।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন চোরাকারবারিকে আটক করা হয়। তাদের তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো ১৪টি অবৈধ সোনার বার ও ৩টি মোবাইল জব্দ করা হয়েছে। এ ঘটনায় নায়েক জিয়াউর রহমান বাদি হয়ে আকটদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেছেন। জব্দ করা সোনার বারগুলো পরীক্ষা শেষে জেলা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।