Wednesday 25 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৪ ২২:৩৯

দুদকের সদ্য সাবেক কমিশনার (তদন্ত) জহরুল হক

ঢাকা: দুদকের সদ্য সাবেক কমিশনার (তদন্ত) জহরুল হকের পাসপোর্ট বাতিল করে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কামরুজ্জামানের সই করা এক চিঠিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।

জানা গেছে, গতকাল (২৪ ডিসেম্বর ) দুর্নীতিবিরোধী সংস্থা দুদকের সাবেক কমিশনার মো. জহুরুল হকের পাসপোর্ট বাতিল করে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামানের সই করা ওই চিঠি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশি মহাপরিদর্শক বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, দ্য বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩ এর ৭ (২) (সি) নং অনুচ্ছেদ অনুযায়ী নিম্নোক্ত ছকে বর্ণিত ব্যক্তির পাসপোর্ট বাতিলপূর্বক তিনি যাতে দেশ ত্যাগ করতে না পারে সে বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চিঠিতে মো. জহুরুল হকের নাম পরিচয়, ঠিকানা, পিতার নাম, ন্যাশনাল আইডি নম্বর ও পাসপোর্ট নম্বর দেওয়া হয়েছে।

জানা গেছে, বিডিআর হত্যা মামলায় বিচারক ছিলেন মো. জহুরুল হক। বিডিআর মামলার রায় নিয়ে একটি পক্ষ অসন্তুষ্ট। তাদের দাবি পতিত সরকার আদালতের বিচারকদের প্রভাবিত করে মামলায় পক্ষপাতমূলক রায় করিয়েছে। এরই মধ্যে বিডিআর হত্যা পুনঃতদন্তের জন্য নতুন করে কমিশন গঠন করেছে সরকার। যে কারণে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সারাবাংলা/জিএস/পিটিএম

টপ নিউজ দুদুক দেশত্যাগ নিষেধাজ্ঞা পাসপোর্ট বাতিল সাবেক কমিশনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর