Thursday 26 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম বৈঠকে বসছে ‘বিডিআর বিদ্রোহ’ তদন্ত কমিশন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৪ ০২:১১ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১২:৪৮

পিলখানায় ‘বিডিআর বিদ্রোহ’

ঢাকা: ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সংঘটিত আলোচিত পিলখানা হত্যাকাণ্ড তদন্তের জন্য গঠিত স্বাধীন কমিশন প্রথম বৈঠকে বসছে সকালে। এর মধ্যে এই তদন্ত কমিশন কার্যক্রম শুরু করবে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে তদন্ত কমিশনের সাত সদস্য পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরে ৫ বিজিবি ঢাকা ব্যাটেলিয়নের সম্মেলন কক্ষে এই বৈঠকে বসবেন।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দফতর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় সরকার যে তদন্ত কমিশন গঠন করে দিয়েছে। কমিশন বৃহস্পতিবার সকালে প্রথম বৈঠকে বসছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ‘বিডিআর বিদ্রোহে’র ঘটনার নানা দিক কমিশনের সদস্যরা প্রথম বৈঠকেই আলোচনা করবেন। এ ঘটনার তদন্ত তারা কোন প্রক্রিয়ায় করবেন এবং তাদের কর্মপরিকল্পনা কী হবে, এসব বিষয় নিয়েই এ বৈঠকে আলোচনা হবে।

এর আগে বিডিআর বিদ্রোহ আ পিলখানা হত্যাকাণ্ড তদন্তে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে ২৪ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত দেশি-বিদেশি ষড়যন্ত্র ও প্রকৃত ঘটনার স্বরূপ উদঘাটনে এবং এ ঘটনায় জড়িত অপরাধীদের চিহ্নিত করতে জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ তদন্ত কমিশন গঠন করা হলো।

বিজিবির সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানকে কমিশনের প্রধান করা হয়েছে। কমিশনের বাকি সদস্যরা হলেন— মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর কবির তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সাইদুর রহমান বীর প্রতীক, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অবসরপ্রাপ্ত ডিআইজি ড. এম আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরীফুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন।

বিজ্ঞাপন

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের সময় হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ সংঘটনকারী, সহায়তাকারী, ষড়যন্ত্রকারী, ঘটনার আলামত ধ্বংসকারী, ইন্ধনদাতা এবং ঘটনা সংশ্লিষ্ট অন্যান্য বিষয়সহ দেশি-বিদেশি সংশ্লিষ্ট অপরাধী ব্যক্তি-গোষ্ঠী বা সংস্থা-প্রতিষ্ঠান বা বিভাগ-সংগঠন ইত্যাদি এই কমিশনকে চিহ্নিত করতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তদন্ত কমিশন বাংলাদেশের যেকোনো স্থান পরিদর্শন এবং সন্দেহভাজন যেকোনো ব্যক্তিকে কমিশনে তলব ও জিজ্ঞাসাবাদ করতে পারবে।

সারাবাংলা/টিআর

তদন্ত কমিশন পিলখানা হত্যাকাণ্ড বিডিআর বিদ্রোহ বিডিআর বিদ্রোহ তদন্ত কমিশর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর