সচিবালয়ে আগুন, ২ প্লাটুন বিজিবি মোতায়েন
২৬ ডিসেম্বর ২০২৪ ০৪:৩৫ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১০:৪৬
ঢাকা: দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। প্রায় আড়ুাই ঘণ্টা পার হয়ে গেলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে ভবনের নিরাপত্তা ও উদ্ধার কাজে সহায়তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ৩টার দিকে বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনায় উদ্ধার কাজে সহায়তার জন্য দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে সরেজমিনে দেখা গেছে, পুরো সচিবালয় এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গেছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বিপুল সংখ্যক সদস্য উপস্থিতি হয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন নেভাতে সহায়তা করছেন।
আরও পড়ুন:
- মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুন
- সচিবালয়ে আগুন, ২ প্লাটুন বিজিবি মোতায়েন
- যেসব মন্ত্রণালয় রয়েছে সচিবালয়ের ৭ নম্বর ভবনে
- আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার ফাইটার আহত
সারাবাংলা/পিটিএম