Thursday 26 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার ফাইটার আহত

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৪ ০৪:৫১ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ০৯:১৫

আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপার শিকার ফায়ার ফাইটার সোহানুর

ঢাকা: দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। এ সময় সোহানুর নামে এক ফায়ার ফাইটারকে চাপা দিয়েছে দ্রুতগামী একটি ট্রাক।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোররাতে সচিবালয়ের দক্ষিণ দিকের ১ নম্বর ফটকের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। এর পর তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটিকে জব্দ ও চালককে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আহত সোহানুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত তিন ঘণ্টায়ও আগুন আনতে পারেনি ফায়ার সার্ভিস।

আরও পড়ুন:

সারাবাংলা/পিটিএম

আহত টপ নিউজ ট্রাকচাপা ফায়ার ফাইটার

বিজ্ঞাপন

সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে
২৬ ডিসেম্বর ২০২৪ ০৮:৫৪

আরো

সম্পর্কিত খবর