Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যেসব মন্ত্রণালয় রয়েছে সচিবালয়ের ৭ নম্বর ভবনে

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৪ ০৬:০২ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১২:৪৮

আগুনে পুড়ে গেছে ৭ নম্বর ভবনের অনেককিছু। ছবি: ফায়ার সার্ভিস।

ঢাকা: দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্যানুযায়ী সচিবালয়ের সাত নম্বর ভবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়সহ বিভাগের অফিস রয়েছে। শেখ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট।

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে আগুনে সূত্রপাত হয়। কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে গেলে পর্যায়ক্রমে ১৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

জানা গেছে, সচিবালয়ে এক নম্বর গেট দিয়ে প্রবেশ করলে সামনেই পড়বে সাত নম্বর ভবন। নয়তলা এই ভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দফতর। এছাড়াও রয়েছে অর্থ মন্ত্রণালয়ের অংশ।

বিজ্ঞাপন

এদিকে, আগুন লাগার পর পরই সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সচিবালয়ের গেটের সামনে অবস্থান নেয়। তারা সচিবালয়ের নিরাপত্তা জোরদার করে আপাতত কাউকে সচিবালয়ে প্রবেশ দিচ্ছেন না। এছাড়া ফায়ার সার্ভিসকে সহযোগিতা করার জন্য ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন:

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

মহান বিজয় দিবস আজ
১৬ ডিসেম্বর ২০২৫ ০০:০৮

আরো