Thursday 26 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্ণফুলীতে ভেসে উঠল নিখোঁজ ২ তরুণের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৪ ১১:৩১ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৩:২১

কর্ণফুলী নদীতে ডুবে নিখোঁজ দুই তরুণের মরদেহ উদ্ধার।

রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে ডুবে নিখোঁজ দুই তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। গোসল করতে নেমে ডুবে যাওয়ার ৪২ ঘণ্টা পর মরদেহ দুটি ভেসে উঠে নদীতে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের কর্ণফুলী নদীর সীতারঘাট অংশেই পর্যটক প্রিয়ন্ত দে (১৬) ও শাওন দত্তের (১৭) মৃতদেহ ভেসে উঠে। এর আগে, একই স্থানেই গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে গোসল করতে নেমে তারা নদীতে ডুবে যায়।

বিজ্ঞাপন

কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. সরোয়ার হোসেন জানান, মঙ্গলবার চট্টগ্রাম শহর থেকে আসা ৯ জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর সীতারঘাটে বোট নিয়ে আসে। পরে দুপুরে তাদের মধ্যে থেকে তিন জন নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে দুই পর্যটক প্রিয়ন্ত দে ও শাওন দত্ত নদীতে ডুবে নিখোঁজ হয়। নিখোঁজ দুইজনের লাশ সকাল ৭টা ৩০ মিনিটে একই জায়গায় ভেসে উঠেছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএন জিসান বিন মাজেদ বলেন, নদীতে ডুবে নিখোঁজ দুই পর্যটকের মরদেহের খোঁজ মিলেছে। ফায়ার সার্ভিস ও থানায় খবর দেওয়া হয়েছে। তারা এসে আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে।

চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সারাবাংলা/ইআ

কর্ণফুলী নদী রাঙ্গামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর