Thursday 26 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচিবালয়ে নেই বিদ্যুৎ, বন্ধ দাফতরিক কাজ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৪ ১২:২৩ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৮

সচিবালয়ের সবগুলো ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ছবি: সারাবাংলা

ঢাকা: প্রায় আট ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে। ভবনে অগ্নিকাণ্ডের পর একটা ভবন বাদে সবগুলো ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এতে বিঘ্নিত হচ্ছে দাফতরিক কাজ। অফিসের কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশ করলেও ভেতরে কোনো দাফতরিক কাজকর্ম হচ্ছে না। সবাই যে যার মতো অবস্থান নিয়ে দাঁড়িয়ে, কেউ বেরিয়ে আসছেন।

বুধবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত সচিবালয়ের ৪ নম্বর ভবন ছাড়া কোন ভবনে বিদ্যুৎ সংযোগ নেই। অনেক দফতরে এখনো তালাবদ্ধ।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভেতরে ঢোকার সুযোগ পেলেও কোনো কক্ষেই প্রবেশ করা হচ্ছে না। পুরো সচিবালয় বিদ্যুৎহীন হয়ে পড়েছে। কিছু স্থানে জেনারেটর চললেও অধিকাংশ স্থানে বিদ্যুৎ নেই।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মচারী আল আমীন সারাবাংলাকে বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ের একাংশ পুড়েছে। পুরো ভবন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রনে। আমরা অনেকক্ষন দাঁড়িয়ে থেকে বেড়িয়ে এসেছি।’

৬নম্বর ভবনে থাকা নৌ-পরিবহন মন্ত্রণালয়ের কর্মী আফসানা আক্তার বলেন, ‘অন্য ভবনে আগুন লাগলেও আমাদের ভবনে বিদ্যুত না থাকায় ঢুকতে পারছি না।’ একই কথা বলেছেন, পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রাজিব আহমেদ।’

এদিকে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালকের (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সংবাদ সম্মেলন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে তাঁদের ২০টি ইউনিট ও ২১১ জন ফায়ার কর্মী কাজ করেছেন। দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে।’

ষষ্ঠ ও সপ্তম তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘মূলত বিদ্যুৎ লাইন দিয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। এদিকে দাফতরিক কাজকর্ম বন্ধ থাকায় অনেক কর্মকর্তাদের বেরিয়ে আসতে দেখা গেছে। তারা সচিবালয়ের ৫ নম্বর গেট দিয়ে বেড়িয়ে এসেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন- সচিবালয়ে আগুন, গঠন হচ্ছে তদন্ত কমিটি

আগুন নিয়ন্ত্রণে এলেও সচিবালয়ে ঢুকতে পারছেন না কর্মকর্তা-কর্মচারীরা

সারাবাংলা/জেআর/এমপি

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সচিবালয় সচিবালয়ে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর