Thursday 26 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের ‘জাতীয় পাখি’র স্বীকৃতি পেল ঈগল

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৪ ১৩:১৮ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৮

যুক্তরাষ্ট্রের গ্রেট সিল এবং টাক ঈগল। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শক্তি ও ক্ষমতার প্রতীক হিসেবে পরিচিত টাক ঈগল ২৪০ বছরেরও বেশি সময় পর আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) প্রেসিডেন্ট জো বাইডেন একটি বিল স্বাক্ষর করেন, যার মাধ্যমে এই সাদা মাথা, হলুদ ঠোঁট এবং বাদামি দেহবিশিষ্ট ঈগলকে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি হিসেবে ঘোষণা করা হয়েছে। এই টাক ঈগল উত্তর আমেরিকার স্থানীয় একটি পাখি।

১৭৮২ সালে যুক্তরাষ্ট্রের গ্রেট সিলের নকশা চূড়ান্ত হওয়ার পর থেকেই টাক ঈগল সেখানে স্থান পেয়েছে। এই সিলে ঈগলের সঙ্গে রয়েছে একটি জলপাই পাতার শাখা, তীর, পতাকার মতো ঢাল, ‘ই প্লুরিবাস উনুম’ (বহু থেকে এক) নীতিবাক্য এবং তারকাসমূহের একটি গুচ্ছ।

ওই একই বছরে কংগ্রেস টাক ঈগলকে জাতীয় প্রতীক হিসেবে ঘোষণা করে। যুক্তরাষ্ট্র সরকারের তথ্য অনুযায়ী, এর ছবি- সরকারি নথি, প্রেসিডেন্টের পতাকা, সামরিক প্রতীক এবং মার্কিন মুদ্রাসহ নানা জায়গায় ব্যবহৃত হয়। তবে এতদিন ধরে এটি কখনও আনুষ্ঠানিকভাবে জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি পায়নি।

 

সারাবাংলা/এনজে

ঈগল জাতীয় পাখি যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর