Thursday 26 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচিবালয়ে ফরেনসিক বিভাগ, ভবন থেকে মৃত কুকুর উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৪ ১৩:৩৪ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৫:১০

ঢাকা: সচিবালয়ে পুড়ে যাওয়া ভবন পরিদর্শনে এসেছে পুলিশের ফরেনসিক বিভাগ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে তারা প্রবেশ করে। এদিকে ৭ নম্বর ভবনের আগুনে পুড়ে যাওয়া ভবনের আটতলা থেকে একটি মৃত কুকুর বের করা হয়েছে।

এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেন যুব ক্রীড়া, ডাক টেলিযোগাযোগ, গণপূর্ত, সমাজকল্যান, স্বরাষ্ট্রসহ বেশ কয়েকজন উপদেষ্টা। ঘটনাস্থল পরিদর্শন করেছে নৌবাহিনী, সেনাবাহিনীও। পরিদর্শনের সময় সচিবালয়ে ডিউটিতে থাকা কর্মকর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তারা। এ সময় পুলিশ কনস্টেবল রামেশ্বর, লিটন ও অন্য একজনের সঙ্গে রাতে আগুনের সূত্রপাত কখন হয়েছে এসব বিষয় নিয়ে কথা বলেন। গতরাতে যখন ভবনটিতে আগুন লাগার ঘটনা ঘটে তখন এই তিনজন ডিউটিতে ছিলেন। তারাই প্রথম আগুন দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে জানায়।

বিজ্ঞাপন

এদিকে ঘটনা তদন্তে কমিটি সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীমকে (জেলা ও মাঠ প্রশাসন) আহ্বায়ক করে গঠিত কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের প্রতিনিধি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সদস্য-সচিব করা হয়েছে।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, সংঘটিত অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্‌ঘাটন, আগুন লাগার পেছনে কারো ব্যক্তিগত বা পেশাগত সংশ্লিষ্টতা আছে কি-না তা উদ্‌ঘাটন এবং এ জাতীয় দুর্ঘটনা প্রতিরোধকল্পে সুপারিশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে বলে জানানো হয়।

বিজ্ঞাপন

কমিটিকে আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আরও পড়ুন-

সারাবাংলা/জেআর/এমপি

পুলিশের ফরেনসিক বিভাগ সচিবালয় সচিবালয়ে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর