Thursday 26 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগুন নেভাতে সময় লেগেছে ১০ ঘণ্টা, ৪টি তলা পুড়ে ছাই

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৪ ১৪:০২ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৬:১০

আগুনে সচিবালয়ের ৭ নম্বর ভবনের অন্তত তিনটি তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: সারাবাংলা

ঢাকা: প্রায় ১০ ঘণ্টা পর পুরোপুরি নিভেছে সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন।

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে লাগা আগুন সকাল ৮টা ৫ মিনিটের দিকেও পুরোপুরি নেভানো যায়নি। আরও প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ভবনটির সম্পূর্ণ আগুন নির্বাপণ করা হয়। এতে ৭ নম্বর ভবনের ৬ থেকে ৯ তলা পর্যন্ত চারটি ফ্লোর পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সরেজমিনে দেখা গেছে, এ চারটি তলায় আর কিছুই অবশিষ্ট নেই। পুড়ে গিয়ে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ৮ এবং ৯ তলার প্রায় সমস্ত ডকুমেন্ট পুড়ে গেছে।

ছাই হয়ে যাওয়া চারটি ফ্লোর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপদেষ্টারা পরিদর্শন করেছেন।

এ ঘটনার পর গণপূর্ত সচিবকে সচিবালয়ের সব ভবনের ফায়ার এলার্ম সিস্টেম, অগ্নি নির্বাপন ব্যবস্থা স্থাপনসহ পুরো সচিবালয়ের বিদ্যুৎ সংযোগ এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুনরায় দ্রুত পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। ঘটনাস্থল পরিদর্শন করে তিনি এ নির্দেশনা দেন।

আরও পড়ুন-

সারাবাংলা/জেআর/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর