‘বক্সিং ডে’তে জমজমাট টেস্ট ক্রিকেট
২৬ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৬
খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান উৎসব ক্রিসমাস বা বড়দিনের ঠিক পরের দিনটাকে বলা হয় বক্সিং ডে। তত্ত্বীয়ভাবে ধারণা পাওয়া যায় উৎসবের দিন পাওয়া উপহারের বাক্সগুলো এদিন খোলা হয় দেখেই এর নাম বক্সিং ডে। বিশ্বব্যাপী ছুটি থাকলেও ক্রিকেট মাঠে বিশেষত টেস্ট ক্রিকেটের ব্যস্ততা থাকেই। ১৪৭ বছরের পুরনো টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বপ্রথম বক্সিং ডে টেস্ট হয়েছিল ১৯১৩ সালে।
জোহানেসবার্গের ওল্ড ওয়ান্ডারার্সে ২৬ ডিসেম্বর ইতিহাসের প্রথম স্বীকৃত বক্সিং ডে টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিল দক্ষিণ আফ্রিকা। শুরুটা দক্ষিণ আফ্রিকাতে হলেও একদম রীতি মেনে আয়োজন করে আসছে কেবল অস্ট্রেলিয়াই। এখন পর্যন্ত সর্বোচ্চ ৫০টি বক্সিং ডে টেস্ট হয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে।
স্টিভ ওয়াহ-রিকি পন্টিংদের অস্ট্রেলিয়াতে প্রথমবার বক্সিং ডে টেস্ট হয়েছিল ১৯২৪ সালে, সিডনিতে। আর মেলবোর্নে প্রথমবার ১৯৫০ সালে। সব মিলিয়ে অজিদের মাটিতে ৫০-তম বক্সিং ডে টেস্ট শুরু হয়েছে আজ (বৃহস্পতিবার) মেলবোর্নে। বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে খেলছে অস্ট্রেলিয়া-ভারত। এই টেস্ট শুরুর মাস তিনেক আগেই বিক্রি হয়ে গেছে প্রথম দিনের ৯০ হাজার টিকেটের সবগুলো।
প্রথমদিন অভিষিক্ত স্যাম কনস্টাসের ঝড়ো ফিফটির সাথে উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথের আরো তিনটি পঞ্চাশোর্ধ্ব ইনিংসে প্রথম দিন শেষে অজিদের সংগ্রহ ৩১১/৬।
সেঞ্চুরিয়নে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান খেলছে দক্ষিন আফ্রিকার বিপক্ষে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম সেশন শেষে পাকিস্তানের সংগ্রহ ৮৮/৪। ওদিকে বুলাওয়েতে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার ঘরের মাঠে টেস্ট খেলছে জিম্বাবুয়ে। লাঞ্চ ব্রেকে যাওয়ার আগে ২ উইকেটে ৯২ রান তুলেছেন শন উইলিয়ামসরা।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও আছে বক্সিং ডে’র ছোঁয়া। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে সিডনিতে আজ মেলবোর্ন স্টার্সকে ৮ উইকেটে হারিয়েছে সিডনি সিক্সার্স। জেমস ভিনসের অপরাজিত সেঞ্চুরিতে ১১ বল হাতে রেখেই টপকে গেছে স্টার্সের দেয়া ১৯৫ রানের লক্ষ্য। বিগ ব্যাশে দিনের অপর ম্যাচে মুখোমুখি হয়েছে পার্থ স্কর্চার্স ও ব্রিজবেন হিটস।
সারাবাংলা/জেটি