Thursday 26 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণতান্ত্রিক প্রক্রিয়া অগ্রসরে সিপিবির ভূমিকার প্রশংসা চীনা রাষ্ট্রদূতের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৫ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৭:৩০

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের আমন্ত্রণে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতাদের এক দ্বি-পাক্ষিক বৈঠক

ঢাকা: ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের আমন্ত্রণে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতাদের এক দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই সভায় চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়া অগ্রসর করার ক্ষেত্রে সিপিবির গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে দেশের চলমান পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অগ্রসর করা, দেশের উন্নয়নের ক্ষেত্রে চীনের কমিউনিস্ট পার্টি ও চীনা সরকারের ভূমিকা, চীনের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) পারস্পরিক সম্পর্ক উন্নয়ন প্রভৃতি প্রসঙ্গে সভায় আলোচনা হয়।

সভায় সিপিবির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং পার্টির সম্পাদক ও আন্তর্জাতিক বিভাগের প্রধান অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী উপস্থিত ছিলেন। মান্যবর চীনা রাষ্ট্রদূত এর সঙ্গে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

আলোচনায় সিপিবি নেতারা অতীব জরুরি মৌলিক সংস্কার এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যাবস্থা চালু সাপেক্ষে দ্রুততম সময়ে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পক্ষে সিপিবির অবস্থান ব্যাখ্যা করেন।

এ ছাড়া সিপিবি নেতারা তাদের আলোচনায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে শান্তি ও পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সিপিবি নেতারা বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির ক্ষেত্রে চীনের আরও সম্প্রসারিত সহযোগিতা কামনা করেন।

এ বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও চীনের কমিউনিস্ট পার্টি এবং সরকারের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এইচআই

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সিপিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর