ময়মনসিংহে ট্রাকচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৪
২৬ ডিসেম্বর ২০২৪ ১৬:১৫
ময়মনসিংহ: ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রীসহ ৪ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গাছতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নেত্রকোনা সদরের বাহাদুরপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে বিদ্যা মিয়া (৪২), রফিকুল ইসলামের স্ত্রী লাভনী আক্তার (১৮), সাতপুড়িকান্দা গ্রামের মৃত নবী নেওয়াজের ছেলে আব্দুর রশিদ (৬৫) ও তার স্ত্রী বকুল বেগম (৬০)।
সকালে সিএনজিচালিত অটোরিকশা ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রীজ মোড় থেকে যাত্রী নিয়ে নেত্রকোনার দিকে যাচ্ছিল। পথে ওই সড়কের গাছতলা বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই সিএনজি যাত্রী বিদ্যা মিয়া ও লাভনী আক্তার মারা যায়। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রশিদ ও তার স্ত্রী বকুল বেগমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত আরও দুইজন চিকিৎসাধীন আছেন।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সারাবাংলা/এসআর