সচিবালয়ে অগ্নিকাণ্ড
ক্ষয়ক্ষতি নিরূপণে আরও ১ কমিটি গঠন এলজিআরডি মন্ত্রণালয়ের
২৬ ডিসেম্বর ২০২৪ ১৮:১১ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ২০:১৪
ঢাকা: সচিবালয়ের সাত নম্বর ভবনের যে চারটি ফ্লোর পুড়ে গেছে এরমধ্যে দুটি ফ্লোরের কিছু অংশ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। এই দুই অংশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরূপণে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে দুটি কমিটি গঠন করা হয়েছে।
প্রথমে পল্লী উন্নয়ন বিভাগ থেকে কমিটি গঠন করা হয়, এবার স্থানীয় সরকার বিভাগ থেকেও আরেকটি কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) আকবর হোসেনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
গঠিত কমিটিতে স্থানীয় সরকার বিভাগের একজন অতিরিক্ত সচিবকে (প্রশাসন) আহ্বায়ক করা হয়েছে। একই মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিবকে ( প্রশাসন অধিশাখা) সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত সচিব (পানি সরবরাহ), স্থানীয় সরকার বিভাগ, অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন), স্থানীয় সরকার বিভাগ, যুগ্মসচিব (পরিকল্পনা-২ অধিশাখা), স্থানীয় সরকার বিভাগ, যুগ্মসচিব (উন্নয়ন অধিশাখা), স্থানীয় সরকার বিভাগ, উপসচিব (প্রশাসন-১), স্থানীয় সরকার বিভাগকে সদস্য করা হয়েছে।
সাত সদস্য বিশিষ্ট কমিটি বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনের ছয় ও সাত তলায় হঠাৎ আগুন লাগার সম্ভাব্য কারণ অনুসন্ধান করবে। এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের শাখা/অধিশাখা/অনুবিভাগে আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে -তা নিরূপন করবে।
আদেশে আরও বলা হয়, কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।
সারাবাংলা/জেআর/এইচআই