সচিবালয়ের আগুনে ষড়যন্ত্র আছে: সারজিস আলম
২৬ ডিসেম্বর ২০২৪ ১৯:৫১ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ২১:১৯
ঠাকুরগাঁও: বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সচিবালয়ে আগুনে ষড়যন্ত্র আছে। তবে অন্য কোন চক্রান্ত আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে, সেটি প্রতিহত করতে হবে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও প্রেসক্লাবে জাতীয় নাগরিক কমিটির ঠাকুরগাঁও রাইজিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সচিবালয়ের এক রুমে আগুন জ্বলছে মধ্যবর্তী ১শ মিটার দূরত্বে আরেক রুমে আগুন। এটা কিভাবে সম্ভব? আগুন এক জায়গা থেকে উৎপত্তি হয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে কিন্তু যে কক্ষগুলোতে আগুনে জ্বলে তা হচ্ছে অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেওয়া আমাদের সহযোদ্ধাদের। যারা এখন সরকারের প্রতিনিধিত্ব করছেন।’
তিনি আরও বলেন, ‘আগুন শুধুমাত্র আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের কক্ষে লাগানো হয়েছে। সেখানে একটি কুকুরের মৃত দেহ পাওয়া গেছে। একটি কুকুর কিভাবে সচিবালয়ের ওই কক্ষে পাওয়া যায়? কুকুরের মরদেহ প্রমাণ করে এটি ষড়যন্ত্র।’
জাতীয় নাগরিক কমিটি প্রসঙ্গে সারজিস বলেন, ‘জাতীয় নাগরিক কমিটিকে আমরা মনে করি রাজনৈতিক একটি শক্তি। কিন্তু রাজনৈতি দল নয়। ভাল একটা জেনারেশন তৈরি করতে জাতীয় নাগরিক কমিটি কাজ করবে।
ঠাকুরগাঁও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে ‘ঠাকুরগাঁও রাইজিং’ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠানে জেলার বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়ক, সহ-সমন্বয়কগণ উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এসআর