বড়দিনের উদযাপনে গ্রামবাসী, দুর্বৃত্তের আগুনে পুড়ল ১৭ বসতঘর
২৬ ডিসেম্বর ২০২৪ ২১:২৪
বান্দরবান: জেলার লামা উপজেলার সরই ইউনিয়নে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হয়েছে পাহাড়ী পল্লীর ১৭টি ত্রিপুরা পরিবারের ঘরবাড়ি। মঙ্গলবার দিবাগত রাতে পাড়াবাসী পাশের টংগঝিরি পাড়ায় বড়দিন উপলক্ষ্যে গীর্জায় প্রার্থনা করতে গেলে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন, বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন ও পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাউছার।
ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন, ‘এই ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত চার আসামিকে গ্রেফতার করেছে। আটককৃতরা হলেন— লামা উপজেলার সরই ইউনিয়নের পূর্ব বেতছড়া পাড়ার বাসিন্দা স্টিফেন ত্রিপুরা (৫০), মইশৈ ম্যা ত্রিপুরা (৪৮), টংগঝিরি পাড়ায় বাসিন্দা জোয়াতিং ত্রিপুরা (৫২) এবং টংগঝিরি পাড়ায় বাসিন্দা মো. ইব্রাহিম (৬৫)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাতে পাড়াবাসী পাশের টংগঝিরি পাড়ায় বড়দিন উপলক্ষ্যে গীর্জায় প্রার্থনা করতে গেলে দুর্বৃত্তের দেওয়া আগুনে লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি পূর্ব বেতছড়া পাড়ার ১৭টি কাঁচা বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। দুর্বৃত্তের দেওয়া আগুনে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছেন পাড়াবাসী।
অগ্নিকাণ্ডের পর বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে গঙ্গাং মনি ত্রিপুরা নামে একজন ব্যক্তি লামা থানায় সাতজনের নামে ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করে। পরে রাতেই পুলিশ অভিযান পরিচালনা করে মামলার আসামিদের মধ্যে চারজনকে আটক করে লামা থানায় নিয়ে আসেন এবং তাদের আদালতে প্রেরণের কাজ শুরু করেন।
উল্লেখ্য, তিন মাস পূর্বে লামা উপজেলা ও পাশের আলীকদম উপজেলা থেকে ১৯টি ত্রিপুরা পরিবার উপজেলার সরই ইউনিয়নের পূর্ব বেতছড়া পাড়ায় বসতি শুরু করেন।
সারাবাংলা/এইচআই