Thursday 26 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইকোর্ট বিভাগে নতুন রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৪ ২০:২৬

নতুন রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী

ঢাকা: সিলেট মহানগর দায়রা জজ মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী হাইকোর্ট বিভাগের নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর বর্তমান রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমানকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এ বদলি করা হয়।

প্রধান বিচারপতির ইচ্ছা অনুযায়ী মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

বিজ্ঞাপন

এদিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক শাহরিয়ার কবিরকে গাজীপুর মহানগর দায়রা জজ পদে বদলি করা হয়েছে।

মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী ১৮তম বিসিএস (বিচার) ব্যাচের একজন সদস্য। টাঙ্গাইলে জন্ম নেওয়া এ বিচারক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) এবং এলএল এম ডিগ্রি অর্জন করেন।

পরে তিনি জাপানিজ ডেভেলপমেন্ট স্কলার (জেডিএস) হিসেবে আন্তর্জাতিক বাণিজ্যিক সালিশি আইনে জাপানের ইয়োকোহামা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় হতে এলএলএম (রিসার্চ) ডিগ্রি অর্জন করেন।

মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী সহকারী জজ হিসেবে শেরপুর, সিনিয়র সহকারী জজ হিসেবে ময়মনসিংহ ও গাজীপুর কর্মরত ছিলেন। এ ছাড়া মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে ঢাকা মহানগর, যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে ঝালকাঠি, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে শেরপুর, অতিরিক্ত মহানগর দায়রা জজ হিসেবে খুলনা মহানগর, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নাটোর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক হিসেবে চট্টগ্রাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক হিসেবে ঢাকায় এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ এর সদস্য হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এইচআই

হাইকোর্ট বিভাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর