মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু বক্কর সিদ্দিক (৩৫) নামে এক রঙমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত আবু বক্কর সিদ্দিক উপজেলার পুটিমারা গ্রামের আব্দুস সালামের ছেলে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ষোলঘর ইউনিয়নের পুটিমারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাইয়ুম উদ্দিন চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রঙমিস্ত্রি আবু বক্কর সিদ্দিক একই গ্রামের ফেরদৌসের একতলা ভবনে কাজ করার সময় ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার ওপর পড়ে। এতে দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।