Friday 27 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৪ ২৩:৪৪ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১১:১৮

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ৫১মিনিটে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে খরবটি নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন মনমোহন সিং। শারীরিক অবস্থার অবনতি হতেই বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভারতের বিশিষ্ট অর্থনীতিবিদদের অন্যতম মনমোহন সিং ১৯৯১ সালে রাজ্যসভার সদস্য হন। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি বিরোধী দলনেতা ছিলেন। এরপর ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত পরপর দুই মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিম পাঞ্জাবের গাহে জন্মগ্রহণ করেন মনমোহন সিং। গাহে এলাকাটি বর্তমানে পাকিস্তানের অংশ। ১৯৪৭ সালে দেশভাগের সময় তার পরিবার ভারতে চলে আসে।

সারাবাংলা/এইচআই

মনমোহন সিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর