ফায়ার ফাইটার নয়নের দাফন সম্পন্ন
২৭ ডিসেম্বর ২০২৪ ০২:৩৫ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১১:১৯
রংপুর: সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ফায়ার ফাইটার সোহানুর জামান নয়নের দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপুনিয়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সোহানুরের বড় বোন সীমা আকতার জানান, রাত ১০টায় নয়নের মরদেহ বহনকারী ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে গ্রামের বাড়িতে পৌঁছায়। এর পর ফায়ার সার্ভিসের কর্মীরা তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।
উল্লেখ্য, বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় ফায়ার সার্ভিসের কর্মী নয়ন গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সারাবাংলা/পিটিএম