Friday 27 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেঁয়াজের দাম কমে অর্ধেক, বাড়তি ব্রয়লার মুরগির দর

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৪ ০৮:০০ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ০৩:১৩

খুচরা বাজারে পেঁয়াজের দাম সপ্তাহের ব্যবধানে অর্ধেকে নেমেছে। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়েছে। ফলে খুচরা বাজারে পেঁয়াজের দাম সপ্তাহের ব্যবধানে অর্ধেকে নেমেছে। সেইসঙ্গে আলুর দামও পড়তির দিকে।

তবে ব্রয়লার মুরগি এক সপ্তাহ ধরেই বাড়তি দামে বিক্রি হচ্ছে। কিন্তু মুরগির ডিমের দাম কিছুটা কমেছে। চালের বাড়তি দরও এক সপ্তাহে হেরফের হয়নি। বোতলের সয়াবিন তেলের সরবরাহ আগের চেয়ে বেড়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নগরীর কাজীর দেউড়ি, রিয়াজুদ্দিন বাজার ও আসকারদিঘী কাঁচাবাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।

আসকারদিঘী কাঁচাবাজারে বিভিন্ন দোকানে ভারতীয় পেঁয়াজ প্রতিকেজি ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। রিয়াজুদ্দিন বাজারে দাম ৫০ থেকে ৫৫ টাকার মধ্যে। তবে নগরীর অলিগলিতে ভ্রাম্যমাণ দোকানে একই পেঁয়াজ প্রতিকেজি ৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

বিক্রেতারা জানালেন, ভারতীয় পেঁয়াজের সরবরাহ এক সপ্তাহের মধ্যে অনেক বেড়েছে। এ কারণে গত সপ্তাহে ভারতীয় পেঁয়াজের দাম ৯০ থেকে ১০০ টাকা থাকলে এখন সেটা প্রায় অর্ধেকে নেমেছে। তবে চট্টগ্রামের বাজারে এখনও দেশি পেঁয়াজ তেমন আসেনি। পাকিস্তানি পেঁয়াজ থাকলেও দাম বেশি হওয়ায় সেগুলোর চাহিদা কম।

ব্রয়লার মুরগি এক সপ্তাহ ধরেই বাড়তি দামে বিক্রি হচ্ছে। ছবি: সারাবাংলা

ব্রয়লার মুরগি এক সপ্তাহ ধরেই বাড়তি দামে বিক্রি হচ্ছে। ছবি: সারাবাংলা

সপ্তাহের ব্যবধানে বাজারে আলুর দাম অন্তত ১০ থেকে ১৫ টাকা কমেছে। শীতকালীন নতুন আলু প্রতিকেজি ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লাল আলু, সাদা আলু, বগুড়ার আলু, মুন্সিগঞ্জের আলুও দাম কমে ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগি এক সপ্তাহ ধরে প্রতিকেজি ১৯০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার নগরীর আসকারদিঘীর পাড়ে গলির দোকানগুলোতে কোথাও ১৯০ টাকা, আবার কোথাও ১৯৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। কাজির দেউড়ি বাজারে ২০০ টাকায় প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হতে দেখা গেছে।

বিজ্ঞাপন

ব্রয়লার মুরগির ডিম প্রতিডজনে অন্তত ৩০ টাকা কমে ১২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। সোনালী মুরগি, দেশি মুরগি, গরুর মাংস, খাসির মাংসের দাম হেরফের হয়নি।

সোনালী মুরগি, দেশি মুরগি, গরুর মাংস, খাসির মাংসের দাম হেরফের হয়নি। ছবি সারাবাংলা

সোনালী মুরগি, দেশি মুরগি, গরুর মাংস, খাসির মাংসের দাম হেরফের হয়নি। ছবি সারাবাংলা

বিভিন্ন ধরনের চালের দাম গত সপ্তাহে ২৫ কেজির বস্তায় ১০০ টাকা ও ৫০ কেজির বস্তায় ১৫০ টাকা বেড়েছিল। সেই দর এখনও একই আছে। চালের মধ্যে কাটারিভোগ আতপ ২৫ কেজির বস্তা ২১০০ টাকা, জিরাশাইল ৫০ কেজির বস্তা ৩৯৫০ টাকা, বেতি আতপ ৫০ কেজির বস্তা ৩৫০০ টাকা, হাফসিদ্ধ নাজিরশাইল ২২০০ টাকা, পাইজাম আতপ ১৮২০ টাকায় বিক্রি হয়েছে।

বোতলের সয়াবিন তেল সরবরাহ নিয়ে চট্টগ্রামে গত এক সপ্তাহ ধরে কিছুটা সংকট হয়েছিল। এ সপ্তাহে সরবরাহ কিছুটা বাড়লেও পর্যাপ্ত তেল পাচ্ছেন না বলে অভিযোগ ক্রেতাদের। তবে বাজারে সরকার নির্ধারিত দামেই বোতলের সয়াবিন তেল বিক্রি হতে দেখা গেছে।

নগরীর আসকার দিঘীর পাড়ে রাজীব স্টোরের মালিক রিপু নাথ সারাবাংলাকে বলেন, ‘পুষ্টি, রূপচাঁদা ব্র্যান্ডের তেল এখন নিয়মিত দিচ্ছে। তবে আমরা যে পরিমাণ অর্ডার করছি, সেটা পাচ্ছি না।’

বাজারে শাকসবজি, মাছসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এক সপ্তাহের মধ্যে তেমন কোনো হেরফের হয়নি। বাঁধাকপি-ফুলকপিসহ অধিকাংশ শীতের সবজির দাম প্রতিকেজি ৩০ থেকে ৫০ টাকার মধ্যে আছে। ঝিঙা, বরবটিসহ বারোমাসি সবজিগুলোর দাম ৮০ থেকে ১০০ টাকার মধ্যে দেখা গেছে।

সোনালী মুরগি, দেশি মুরগি, গরুর মাংস, খাসির মাংসের দাম হেরফের হয়নি। ছবি সারাবাংলা

সোনালী মুরগি, দেশি মুরগি, গরুর মাংস, খাসির মাংসের দাম হেরফের হয়নি। ছবি সারাবাংলা

মাছের মধ্যে আকারভেদে প্রতিকেজি রুই ও কাতলা ২৮০ থেকে ৪৫০ টাকা, চাষের শিং ৫৫০ টাকা, মাগুর ৫০০ টাকা, কৈ ২৪০ থেকে ২৮০ টাকা, কোরাল ৭০০ থেকে ৭৫০ টাকা, টেংরা ৫৫০ থেকে ৭০০ টাকা, চাষের পাঙ্গাশ ১৮০ থেকে ২৩০ টাকা ও তেলাপিয়া ১৮০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, প্রতিকেজি বোয়াল ৭০০ থেকে ৮০০ টাকা, আইড় ৮০০ থেকে ৯০০ টাকা দরে বিক্রি হয়েছে।

বিজ্ঞাপন

মুদি দোকানে প্যাকেটের চিনি প্রতিকেজি ১২৫ টাকা, খোলা চিনি ১৩০ টাকা, ছোট মসুরের ডাল ১৩০ টাকা, মোটা মসুরের ডাল ১১০ টাকা, বড় মুগ ডাল ১৪০ টাকা, ছোট মুগ ডাল ১৫৫ টাকা, খেসারি ডাল ১১০ টাকা, চনার ডাল ১৪৫ টাকা, ছোলা ১৩৫ টাকায় বিক্রি হয়েছে।

আর আটার দুই কেজি প্যাকেট ১২৫ টাকা, ময়দা ১৫০ টাকা, খোলা সরিষার তেল প্রতি লিটার ১৯০ টাকা, দেশি রসুন ২৬০ টাকা, চায়না রসুন ২৪০ টাকা, চায়না আদা ২০০ টাকা এবং নতুন ভারতীয় আদা ১৪০ দরে বিক্রি হয়েছে।

সারাবাংলা/আরডি/পিটিএম

অর্ধেক চট্টগ্রাম পেঁয়াজের দাম বাজার দর বাড়তি ব্রয়লার মুরগি

বিজ্ঞাপন

ফায়ার ফাইটার নয়নের দাফন সম্পন্ন
২৭ ডিসেম্বর ২০২৪ ০২:৩৫

আরো

সম্পর্কিত খবর